প্রকাশিত: Tue, Jul 4, 2023 9:51 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:52 AM

[১]ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলির সঙ্গে জি এম কাদেরের বৈঠক

মাজহারুল মিচেল: [২]ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা ১০ মিনিটে। 

[৩] জাতীয় পার্টির সূত্রে জানা যায়, চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন তার বিশেষ দূত মাশরুম মওলা।

[৪] প্রশ্নের জবাবে মাশরুম মওলা সাংবাদিকদের বলেন, সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ নিয়ে নানা কথা বলেন। আগামী সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলেও জাতীয় পার্টিকে জানানো হয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে ইইউ আলোচনা চলছে বলেও জানানো হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব